প্রচ্ছদ বিনোদন ভুল ভুলাইয়াতে কিয়ারার পরিবর্তে তৃপ্তি দিমরি

ভুল ভুলাইয়াতে কিয়ারার পরিবর্তে তৃপ্তি দিমরি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
তৃপ্তি দিমরি
ভুল ভুলাইয়াতে কিয়ারার পরিবর্তে তৃপ্তি দিমরি

গেলো বছর ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যের পর এর তৃতীয় কিস্তি আনার ঘোষণা দেন নির্মাতারা। এরপর থেকেই আলোচনায় সিনেমাটি। তৃতীয় কিস্তিতেও থাকছেন কার্তিক আরিয়ান। সেই সঙ্গে ফিরছেন অরিজিনাল ‘মঞ্জুলিকা’ বিদ্যা বালান।এবার তাদের সঙ্গে যুক্ত হলেন তৃপ্তি দিমরি। জনপ্রিয় হরর-কমেডি সিনেমা ভুল ভুলাইয়ার সিক্যুয়াল ‘ভুল ভুলাইয়া-থ্রি’ তে কিয়ারা আদভানির জায়গা নিতে চলেছেন হালের সেনসেশন তৃপ্তি দিমরি। বিষয়টি নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও, এবার এর রহস্য উদঘাটন করলেন সিনেমার অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে রহস্যজনক একটি পোস্ট করেন কার্তিক, যেখানে দেখা যাচ্ছিল এক নারীর অস্পষ্ট ছবি। তবে ভক্তদের বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে, কার্তিক নিজেই স্পষ্ট করলেন, ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় কিয়ারার পরিবর্তে এন্ট্রি নিচ্ছেন তৃপ্তি দিমরি। আর খবরটি জানার পর থেকে দারুণ উচ্ছ্বসিত তার ভক্তরা। গেলো বছরের শেষের দিকে রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তৃপ্তি দিমরি। পর্দায় তার ক্ষণিকের উপস্থিতিতেই দর্শকদের মনে উন্মাদনার ঝড় তৈরি করে। তারপর থেকেই ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন এই অভিনেত্রী ।২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া’।যেখানে একজন মনোবিদের ভূমিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে।আর মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান।অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় আর সিনেমার টুইস্টে ভরা গল্প মন কেড়েছিল দর্শকদের। এরপর ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটিও বক্স অফিসে সুপারহিট হয়। দ্বিতীয় কিস্তিতে অক্ষয় কুমার ও বিদ্যা বালানের পরিবর্তে দেখা গেছে কার্তিক আরিয়ান ও টাবুকে। সিনেমাটির সাফল্যের পর এর তৃতীয় কিস্তি আনার ঘোষণা দেন নির্মাতারা।‘ভুল ভুলাইয়া ৩’ প্রযোজনা করবেন ভূষণ কুমার এবং পরিচালনা করবেন আনিস বাজমি। ২০২৪ সালের দীপাবলিতে হরর-কমেডি চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00