
ভুল রাজনীতি বিএনপিকে খাদের কিনারায় নিয়ে গেছে। দলটি এখন তাদের ভুলের খেসারত দিচ্ছে।
সোমবার সকালে সচিবালয়ে তার সাথে দেখা করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি।এরপর সাংবাদিকদের সংগে আলাপকালে তিনি এসব কথা বলেন ।বিএনপির আন্দোলন প্রসংগে কাদের বলেন, বিএনপি বলেছিল নির্বাচন হবে না, সরকার গঠন করা যাবে না। অথচ দলটির কোনো কথাই ঠিক হয়নি। বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে কোনো কিছু অর্জন করতে পারেনি। একদফাসহ বিভিন্ন দাবি আদায়ে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচির সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।বলেন, বিএনপি এখন লিফলেট বিতরণ করছে, যা অনেকটা নেই কাজ তো খই ভাজের মতো। এসময় রোহিঙ্গা প্রত্যবাসনে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।পাশাপাশি নতুন করে কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে স্পষ্ট জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।