
শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীর পানিহাটা এলাকায় বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২১ ডিসেম্বর শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে। ব্যাক্তিরা হলেন ইফতাখারুল করিম নিহান (১৯) ও এসএম সাজিত(১৩)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। সাজিত ময়মনসিংহ জেলাশহরের হুমায়ুন কবিরের ছেলে ও নিহান
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আহমেদ আলীর ছেলেজামালপুর ফায়ার সার্ভিস সূত্র ও নিহতের স্বজনরা জানান শনিবার দুপুরে হালুয়াঘাট থেকে নিহান ও সাজিত পরিবারের ১২ জন সদস্য নিয়ে নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকায় বেড়াতে আসেন। ওইসময় তারা ভারত থেকে নেমে আসা ভোগাই নদীতে গোসল করতে নেমে পড়েন। কিন্তু নিহান ও সাজিত সাঁতার না জানায় তারা ২ জন নদীর পানিতে ডুবে যায়। পরে সঙ্গে থাকা লোকজন নিহান ও সাজিতকে উদ্ধার করতে না পেরে
এলাকাবাসিকে খবর দেয়। কিন্তু সবার চেষ্টা ব্যার্থ হয়। পরে নিখোঁজের ৩ ঘন্টা পর জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসে নিহান ও সাজিতের মরদেহ নদী থেকে উদ্ধার করে।নিহানের চাচা সোহরাব উদ্দিন বলেন আমার ভাইয়ের ছেলে নিহান ও বোনের ছেলে সাজিত। ওরাসহ ১২জন বেড়াতে পানিহাটা এসেছিল। ওইসময় নদীর পানিতে গোসল করতে নেমে নিহান ও সাজিত পানিতে তলিয়ে যায়। পরে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো.আবু বক্কর সিদ্দিক জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নদীর পানিতে ডুবে থাকা ২ ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা করা হবে।