
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুটি পৃথক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মীসহ দুইজনের প্রাণহানি ঘটেছে। বুধবার, ৪ জুন, দুপুরে একটি জাম গাছ থেকে পড়ে মাহমুদুল ইসলাম রতন মিয়া (৪০) নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হন। একই দিন বিকেলে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি প্রাইভেটকারের চাপায় সুলতান মিয়া (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
প্রথম ঘটনাটি ঘটে দুপুরে, যখন রতন মিয়া জাম পাড়তে বাড়ির পাশে একটি জাম গাছে ওঠেন। হঠাৎ করে গাছের একটি ডাল ভেঙে পড়ে গিয়ে তিনি পুকুরের পানিতে পড়ে যান। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রতন ঢাকায় বাসানটেক ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন এবং ঈদ উপলক্ষে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। তিনি স্থানীয় মোস্তাফিজুর রহমানের ছেলে।
অন্যদিকে, সুলতান মিয়া উপজেলার মেদুয়ারী পিতারটেক গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বুধবার বিকালে ভরাডোবা পাঠান হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি প্রাইভেটকারের চাপায় তিনি নিহত হন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম।
ভালুকা মডেল থানার ওসি মো হুমায়ুন কবির জানান, “কিভাবে মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত নই। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে এবং আইনি কার্যক্রম শেষে লাশ দাফনের অনুমতি দেয়া হবে।