যেকোনো সময় রাফায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে ইসরায়েল। এমনটি ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, খুব শিগগিরই রাফায় স্থল অভিযান শুরু করা হবে । এ লক্ষ্যে এরইমধ্যে পরিকল্পনা নিয়েছে তারা। কীভাবে অভিযান চালানো হবে, কারা হবে এর টার্গেট, সেগুলোও ইসরায়েল নির্ধারণ করেছে বলে জানান তিনি।এর আগে, নেতানিয়াহু বলেছিলেন– যারা বলে, কোনো অবস্থাতেই ইসরায়েলের রাফায় প্রবেশ করা উচিত নয়, তারা মূলত যুদ্ধে তাদের হেরে যেতে বলছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে বাস্তুচ্যুত বেশির ভাগ ফিলিস্তিনি রাফাহ নগরীতে আশ্রয় নিয়েছে। তার মধ্যেই সেখানে অভিযান চালানোর তোড়জোড় করছে ইসরায়েল। প্রসঙ্গত, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বোমাবর্ষণে রাফাহ এলাকায় কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গেলো রোববার মধ্যরাত থেকে শুরু হয় বোমা ও মিসাইল হামলা। বিমান এবং যুদ্ধজাহাজ থেকে ছোড়া হয় এসব মারণাস্ত্র। যেগুলোর লক্ষ্য ছিলো, সবুরা এলাকায় অবস্থিত ‘আর রাহমা’ মসজিদ ও আল-হুদা এলাকার ‘ইয়ুবনা ক্যাম্প’। এসময় আইডিএফ’এর হামলা থেকে বাঁচতে দুটি স্থানে আশ্রয় নিয়েছিলেন কয়েক হাজার গাজাবাসী। এদিকে, দুটি এলাকাই মিসরীয় সীমান্তের কাছাকাছি অবস্থিত হওয়ায় হতাহতদের দ্রুত নেয়া হয়, উপত্যকার কুয়েতি হাসপাতালে। কিন্তু সেখানকার পরিচালক জানান, বিপুল আহতের তুলনায় ওষুধ ও জরুরি সরঞ্জাম পর্যাপ্ত না। উল্লেখ্য, গেলো ৭ অক্টোবরের পর ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ২৮ হাজার।