সরকার প্রতিহিংসার রাজনীতি করছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার । সোমবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন ।রিজভী বলেন, আওয়ামী লীগ নিজেদের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পথের কাঁটা দূর করার জন্য বিএনপির সিনিয়র নেতাদের কারাগারে আটকে রাখছে। তাদের মুক্তি মিলছে না। খালেদা জিয়াকেও ছয় বছর কারাবন্দি করে রেখেছে।রিজভী আরও বলেন, সরকারের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে সেজন্য সারাদেশে নিপীড়ন নির্যাতন চলছে । পাতানো, প্রহসনের নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে সরকারকে বিদায়ের বার্তা দিয়েছে। সরকারের উন্নয়নের মায়াজাল কাজে আসবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।এসময়, সরকার বিরোধী আন্দোলনে বিএনপির আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।