প্রচ্ছদ বিশ্ব সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
অভিবাসী গ্রেফতার
সৌদিতে এক সপ্তাহে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

সৌদি আরবে এক সপ্তাহের ব্যবধানে ১৪ হাজার ৯৫৫ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাবিষয়ক আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গেলো ২২ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহে চালানো অভিযানে ১৪ হাজার ৯৫৫ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৯ হাজার ৮০ জন, সীমান্ত নিরাপত্তাবিষয়ক আইনে ৩ হাজার ৮৮ জন, শ্রম আইন লঙ্ঘনের দায়ে দুই হাজার ৭৮৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া অবৈধভাবে প্রবেশের দায়ে ৮৪৯ জনকে গ্রেফতার করা হয়। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, গ্রেফতারদের বেশিরভাগই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। অভিযানে অবৈধ উপায়ে দেশ ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে।সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযান চলাকালে আবাসন, সীমান্ত এবং কাজের বিধিবিধান লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগে জড়িত থাকার দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে দেশটিতে গ্রেফতার ৫৭ হাজার ৭৮৭ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়া তাদের উৎস দেশে পাঠানো প্রক্রিয়া চলছে।মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটিতে থেকে ৫২ হাজার ৪০১ জনকে দেশে ফেরাতে প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে যোগাযোগের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ১০ হাজার ২৫৬ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও এক হাজার ৭৬৩ জনকে ফেরত পাঠাতে নথিপত্র চূড়ান্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক দেশটিতে কর্মরত রয়েছেন। এদিকে, প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের গ্রেফতারের খবর প্রকাশ করে। অবৈধভাবে সৌদিতে প্রবেশকারীদের কেউ পরিবহন এবং আশ্রয় দিলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00