ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিন্তু লোহিত সাগরে ইসরায়েল ও পশ্চিমা জাহাজে হুতি হামলা থামছে না। এমনকি ইয়েমেনে ইঙ্গ-মার্কিন হামলার জবাবে এখন নিয়মিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজেও হামলা চালাচ্ছে হুতিরা। লোহিত সাগরে ইয়েমেনি এই গোষ্ঠীকে যে যুক্তরাষ্ট্র থামাতে পারছে না তা স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এজন্য হুতিদের ওপর হামলা চালানো অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এক প্রতিবেনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ।প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে হুতিদের ওপর হামলা সত্ত্বেও গোষ্ঠীটি লোহিত সাগরে তাদের হামলা বন্ধ করেনি এবং সেখানে মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলে বাইডেন জানিয়েছেন। এর আগে, গেলো বৃহস্পতিবার ইয়েমেনে একটি মার্কিন জাহাজে হুতিরা ড্রোন হামলা চালানোর পর ইয়েমেনে পঞ্চম দফায় আক্রমণ করে যুক্তরাষ্ট্র।এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তারা অভিযান চালিয়ে দুটি হুতি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এসব ক্ষেপণাস্ত্র সাগরের দক্ষিণাঞ্চলে হামলার জন্য প্রস্তুত করা হচ্ছিল।এতে আরও বলা হয়, স্থানীয় সময় বিকেল পৌনে চারটার দিকে ‘ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্ত করে’ এবং এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য এটিকে আসন্ন হুমকি বলে নির্ধারণ করে। পরে মার্কিন বাহিনী আত্মরক্ষায় ক্ষেপণাস্ত্রগুলোর স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করে। প্রসঙ্গত, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি হয়েছে। গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলা বন্ধ না হলে লোহিত সাগরে পশ্চিমা জাহাজ হামলার লক্ষ্যবস্তু হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে হুতিরা।