
লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের বড় হামলার মোকাবেলার একদিনের মাথায় ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠীটির অবস্থানে হামলা চালালো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, মার্কিন ও ব্রিটিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানান, গেলো বৃহস্পতিবার যৌথ অভিযানে ইরান সমর্থিত গোষ্ঠীটির এক ডজনের বেশি স্থাপনা টার্গেট করে বোমা বর্ষণ করেছে সেনারা।রাজধানী সানার একটি বিমান ঘাঁটি, ছাদা শহর এবং হোদেইদাহ বন্দরের একাধিক স্থাপনা ছিলো ওই হামলার মূল টার্গেট। অভিযানে টোমাহক মিসাইল ছোড়ার পাশাপাশি যুদ্ধবিমান নিয়েও চালানো হয় হামলা।হুতিদের ড্রোন, ক্ষেপণাস্ত্র, উপকূলীয় রাডার এবং বিমান নজরদারি সক্ষমতার সাথে যুক্ত স্থানগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু বলেও জানানো হয়েছে। বাইডেন প্রশাসন আগেই সতর্ক করে দিয়ে বলেছিল, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটিকে ভোগ করতে হবে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, লোহিত সাগরে আন্তর্জাতিক সামুদ্রিক জাহাজের বিরুদ্ধে হুতিদের নজিরবিহীন হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসাবে তিনি এ পাল্টা হামলার নির্দেশ দেন ।হোয়াইট হাউজের প্রকাশ করা এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, তার নির্দেশনায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাজ্যের সঙ্গে এক হয়ে এবং অস্ট্রেলিয়া, বাহরাইন,কানাডা ও নেদারল্যান্ডসের সহযোগিতায় ইয়েমেনে সফলভাবে হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।এদিকে, ইয়েমেন ভূখণ্ডে হামলায় তীব্র ক্ষোভ জানিয়েছে হুতি বিদ্রোহীরা। সমুচিত জবাবের হুঁশিয়ারি দিয়েছে তারা।