
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) জানিয়েছে, বসুন্ধরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সোর্স লাইনের সক্ষমতা বৃদ্ধির কাজের কারণে রাজধানীর পাঁচটি এলাকায় টানা ১৮ দিন এক ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না।
ডেসকোর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত প্রতিদিন বনানী, বারিধারা, জোয়ারসাহারা, বসুন্ধরা এবং খিলক্ষেত এলাকায় এক বা একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। তবে প্রতিবারের বিদ্যুৎ বিভ্রাট এক ঘণ্টার বেশি হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উন্নয়নমূলক কাজের স্বার্থেই এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট প্রয়োজন হচ্ছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ডেসকোর পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের এই সময় সচেতন থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।