প্রচ্ছদ খেলা টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়ল ভারত

টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়ল ভারত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ভারত
টেস্ট ক্রিকেটে লজ্জার রেকর্ড গড়ল ভারত

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কেপ টাউনে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের আগুন ঝড়ানো বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানেই গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে সুবিধা করতে পারেনি সফরকারীরাও। নাটকীয় ধসে ভারত অল আউট হয়ে যায় মাত্র ১৫৩ রানে। ভারত নিজেদের শেষ ৬ উইকেট হারিয়েছে শূন্য রানে। যা টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ নেন ৬ টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে যশস্বী জয়সওয়াল ফিরলেও ভারত শুরুটা পেয়েছিল দারুণ। ১ উইকেট হারিয়েই দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের স্কোর পেরিয়ে যায় সফরকারীরা।৫০ বলে ৩৯ রানের ইনিংসে রোহিত শর্মা ও ৫৫ বলে ৩৬ রানের ইনিংস খেলা শুভমান গিল ছিলেন ইতিবাচক। মাঝে ৩ ওভারের মধ্যে গিল ও শ্রেয়াস আইয়ার ফিরলেও লোকেশ রাহুল ও কোহলির জুটিতে ভারত এগোচ্ছিল ভালোভাবেই। পেসবান্ধব ও বাড়তি বাউন্সের উইকেটে ৩৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫৩ রান। অর্থাৎ তাদের লিড  ৯৮ রানের। কিন্তু চমকপ্রদ পরিস্থিতিতে সেই লিড আর বাড়িয়ে নিতে পারেনি সফরকারীরা।৩৪তম ওভারেই শুরু হয় ভারতের অভূতপূর্ব ধসের। ধ্বংসযজ্ঞের শুরুটা করেন লুঙ্গি এনগিডি আর ইতি টানেন কাগিসো রাবাদা। টেস্টে কোনো ইনিংসে কোনো রান যোগ না করেই সবচেয়ে বেশি উইকেট হারানোর বিব্রতকর রেকর্ড এটি। শেষ ৬ উইকেটের তিনটি নেন এনগিডি, দুটি পান রাবাদা। বাকিটি রানআউট। আফ্রিকার হয়ে ৩টি করে উইকেট নেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও নান্দ্রে বার্গার। এর আগে প্রথম টেস্ট ইনিংস ও ৩২ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তাই সিরিজ হার এড়াতে এই টেস্ট জিততেই হবে ভারতকে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00