প্রচ্ছদ বিনোদন অনেক কাছের মানুষ বলেছিলেন তোমার দিন শেষ: শাকিব খান

অনেক কাছের মানুষ বলেছিলেন তোমার দিন শেষ: শাকিব খান

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
অনেক কাছের মানুষ বলেছিলেন তোমার দিন শেষ: শাকিব খান

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন মেগাস্টার শাকিব খান। রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। শুধু তাই নয়, বাংলা সিনেমায় ২৫ বছর পার করেছেন শাকিব খান। তাই অভিনয়ের রজতজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ সম্মাননা পেয়েছেন নায়ক।

অনেক কাছের মানুষ বলেছিলেন তোমার দিন শেষ: শাকিব খান
অনেক কাছের মানুষ বলেছিলেন তোমার দিন শেষ: শাকিব খান 9

চলচ্চিত্রে শুরুর গল্প বলতে গিয়ে শাকিব খান বলেন, ‘আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম। একটা সিনেমার অফার পেলাম, বলল তিন মাস সময় লাগবে। তিন মাসেই সিনেমা শেষ হয়ে যাবে। তিন মাসের জন্য এলাম, আর ফিরে যাওয়া হলো না। ২৫ বছর পার হয়ে গেছে। এই ২৫ বছরে এত ভাঙাগড়া দেখেছি চলচ্চিত্রে, এত রং দেখেছি জীবনের। কখনো খুব উচ্ছ্বসিত হয়েছি, কখনো অবাক হয়েছি, কখনো খুব দুঃখিত হয়েছি, কখনো রোমাঞ্চিত হয়েছি। আবার অনেক সময় অনেক কষ্টের সাগরেও ভেসেছি।’

নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে শাকিব খান বলেন, ‘এই চলচ্চিত্র (জগৎ) সত্যি অনেক রং দেখাইছে। একসময় যখন সত্যিই খুব হতাশ হয়ে যেতাম। ভাবতাম, সত্যিই হয়তো বা আমাকে দিয়ে আর কিছু হবে না। আপনাদের হয়তো কারও কারও মনে থাকতে পারে, কিছুদিন আগে আমেরিকা থেকে যখন এসেছি কিছু কারণে অনেক কাছের মানুষকেও বলতে শুনেছি, “তোমার দিন শেষ শাকিব, ইউ আর ডেড হর্স।” নিজের চেনা মুখগুলোকেই পাল্টে যেতে দেখেছি। অবাক হয়েছি, দুঃখিত হয়েছি। ভেবেছি হয়তো এখানেই শেষ। ইতি টানতে হবে।আবার ভেবেছি, যাওয়ার আগে একটা ট্রাই (চেষ্টা) তো করে যাই। এত বছর ধরে মানুষ আমাকে এত ভালোবাসল, একটা ট্রাই করে যাই। না হলে ছেড়ে দেব, ছেড়ে দেব চলচ্চিত্র। শূন্য হাতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক।’

এরপর ২০২৩ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ দিয়ে ঘুরে দাঁড়ান শাকিব খান। সে প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু “প্রিয়তমা” দিয়ে আমার সেকেন্ড ইনিংস শুরু হয়েছে; যেটা সবাই বলে। যখন “প্রিয়তমা” মুক্তি পেয়েছে এত মানুষের ভালোবাসা…এই প্রথম আমার চলচ্চিত্র, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে গিয়ে এত সফল হচ্ছে। প্রতিটি মানুষ দেখতে যাচ্ছে, সাফল্যের জোয়ারে ভাসাচ্ছে। “প্রিয়তমা”র পর “রাজকুমার” এসেছে, তারপর “তুফান” এসেছে, সবার মনে তুফান ধরিয়ে দিয়েছে। “তুফান”-এর পর সেই মানুষগুলোর দিকে তাকিয়ে নীরবে বলেছি, আমার দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। যে স্বপ্ন আমি সারা জীবন দেখে এসেছি, পৃথিবীজুড়ে আমার চলচ্চিত্র মুক্তি পাবে, হলিউড–বলিউড বড় বড় সিনেমার পাশাপাশি আমাদের সিনেমার পোস্টার থাকবে, সেই স্বপ্নের পথেই হেঁটেছি এবং সফল হয়েছি। এখন দেশ–বিদেশের সবাই গর্ব করে বলে এটা আমাদের চলচ্চিত্র, আমাদের শাকিব খান।’

গত রোজার ঈদে মুক্তি পায় শাকিব খান অভিনীত মেহেদী হাসান পরিচালিত সিনেমা ‘বরবাদ’। এ ছবিও সাড়া ফেলে। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সিনেমাটির সাফল্য নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন।

এবার রায়হান রাফির ‘তাণ্ডব’ সিনেমায় নিজেকে মেলে ধরছেন তিনি। কোরবানি ঈদে সেই ঝড় দেখার অপেক্ষায় রয়েছে দর্শক।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00