প্রচ্ছদ ক্রিকেট আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ, বড় লাফ দিয়েছেন যিনি

আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ, বড় লাফ দিয়েছেন যিনি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ, বড় লাফ দিয়েছেন যিনি

আইসিসি বুধবার (৯ এপ্রিল) তাদের সাপ্তাহিল হালনাগাদ প্রকাশ করেছে। সম্প্রতি আইপিএলের কারণে তেমন আন্তর্জাতিক ব্যস্ততা নেই। তবে গত সপ্তাহে শেষ হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ। 

সেই সিরিজে দারুণ পারফর্ম করে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের অলরাউন্ড ক্যাটাগরির সেরা পাঁচে উঠে এসেছেন কিউই অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। এদিকে বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের পেসার বেন সিয়ার্স।

ব্রেসওয়েল ২ ধাপ এগিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচে উঠে এসেছেন। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে তিনি ৪০ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। এরপর বল হাতে ৮ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট নেন। আর তাতেই র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে এই কিউই অলরাউন্ডারের।

এদিকে আগের মতোই অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। এদিকে সিয়ার্স পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন তৃতীয় ওয়ানডেতে। ৯ ওভারে ৩৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ২৭ বছর বয়সি এই পেসার। দ্বিতীয় ওয়ানডেতেও তিনি ৫ উইকেট শিকার করেছিলেন।

নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা দুই ওয়ানডেতে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়েন সিয়ার্স। এর প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিনি ৬৪ ধাপ এগিয়ে ১০০তম স্থানে পৌঁছে গেছেন। বোলিং র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার মাহিশ থিকশানা শীর্ষে রয়েছেন।

ব্যাটারদের তালিকায় শুভমান গিল শীর্ষস্থান ধরে রেখেছেন। পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ২ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের বোলারদের মধ্যে নাসিম শাহ ৫ ধাপ এগিয়ে ৪৩তম অবস্থানে আছেন। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ২ ধাপ উন্নতি করে ৬১তম স্থানে আছেন। 

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00