৪৭

কয়েকদিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এরই ধারাবাহিকতায় আজ রোববার সকাল থেকে রাজধানীর ধানমন্ডি- মোহাম্মদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
তাদের দাবি, মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দিতে হবে। তাদের আন্দোলনের কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে অনেক মানুষ।
হঠাৎ করে সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।