প্রচ্ছদ বিনোদন আর সিনেমা করবেন না থালাপাতি বিজয় !   

আর সিনেমা করবেন না থালাপাতি বিজয় !   

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
থালাপাতি বিজয়
আর সিনেমা করবেন না থালাপাতি বিজয় !   

তামিল সিনেমায় রজনীকান্তের পর এখন সবচেয়ে সফল ও প্রভাবশালী তারকা হিসেবে ধরা হয় থালাপাতি বিজয়কে। তার ভক্ত-অনুরাগী ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। ক্যারিয়ারের এমন স্বর্ণালী সময়ে সেই থালাপাতি বিজয় ছেড়ে দিচ্ছেন সিনেমা! বিজয় নিজেই এমনটা জানিয়েছেন। ভারতীয় দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়  সিনেমা ছেড়ে রাজনীতিতে যোগ দেবেন এমন গুঞ্জন ছিল বহুদিন ধরেই। সেই গুঞ্জনই যেনো সত্যি হলো। অবশেষে তিনি নিজেই সিনেমা ছেড়ে রাজনীতিতে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। সম্প্রতি নিজের রাজনৈতিক দলের নামও ঘোষণা করেছেন বিজয়। তামিল ভাষায় তাঁর দলের নাম তামিলাগা ভেট্রি কাজাগাম বা তামিলনাড়ু বিজয় পার্টি। এই আত্মপ্রকাশ ঘোষণার সঙ্গে সিনেমা ছাড়ার কথাটিও সাফ জানিয়েছেন পর্দার এই তারকা।এদিকে, ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অভিনেতার দলের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে যেন পুরো দক্ষিণ ভারতে তার ভক্তরা উদযাপনে মেতে উঠেছে। বিজয় ভক্তদের রাস্তায় নেমে আতশবাজি ও সাধারণের মধ্যে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। তারা সবাই মনে করছেন, নেতা বিজয়ের কাছ থেকে সিনেমার মতো বাস্তবেও নতুন দিনের দিশা পাবে জনতা! অন্যদিকে,যারা বিজয়কে পর্দায় দেখেই অভ্যস্ত, তাদের জন্য কিছুটা দুঃসংবাদও এসেছে । রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে সামনে আর সিনেমাতে দেখা যাবে না এই ‘থেরি’ তারকাকে। বর্তমানে নিজের আসন্ন সিনেমা ‘গ্রেটেস্ট অব অল টাইম’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বিজয়। এ ছাড়া নাম চূড়ান্ত না হওয়া আরও একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। এই দুটি সিনেমা সম্পন্ন করেই বিদায় নেবেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে। আর পুরোদমে রাজনীতির মাঠে নেমে পড়বেন সময়ের অন্যতম জনপ্রিয় এ সুপারস্টার।  ২০২৬-এ তামিলনাডুতে বিধানসভা নির্বাচনে  তার দল অংশগ্রহণ করবে বলেও জানান ভারতীয় দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00