প্রচ্ছদ বিনোদন আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মাইকেল জ্যাকসনের
আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

বিশ্বের অন্যতম সেরা ও সফল তারকা মাইকেল জ্যাকসন। ‘কিং অব পপ’ খ্যাত এই সংগীতশিল্পী পেয়েছিলেন আকাশচুম্বি জনপ্রিয়তা । মৃত্যুর পরও তার জনপ্রিয়তা কমেনি। তার সংগীতে আসা, বড় হওয়া এবং সাফল্যের আকাশ ছোয়ার গল্প এবার দেখা যাবে বড় পর্দায়। নির্মিত হচ্ছে জ্যাকসনের বায়োপিক।বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে এতদিন হয়েছে অনেক আলোচনা। তবে এবার জানা গেল রুপালি পর্দায় আসছে কিংবদন্তি শিল্পীর বায়োপিক। হলিউড পরিচালক আন্তোয়েন ফুকওয়া পপ সম্রাটের জীবন অবলম্বনে পর্দায় মাইকেল জ্যাকসনের জীবনী তুলে ধরবেন। যার নাম ‘মাইকেল’।লায়ন্সগেট প্রযোজিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করতে চলেছেন তার ভাইয়ের ছেলে জাফর জ্যাকসন। জানা গেছে, মাইকেল জ্যাকসনের জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে এই সিনেমাটিতে। দেখানো হবে তার বিখ্যাত কিছু পারফর্মেন্স। সিনেমাটি প্রযোজনা করবেন গ্র্যাহাম কিং। আর এর চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। মাইকেল’-এর অন্যতম প্রযোজক গ্রাহাম কিং। বছর দুয়েক আগে জাফরের সঙ্গে দেখা করেছিলেন তিনি। গোটা দুনিয়া জুড়ে মাইকেলের চরিত্রের জন্য অভিনেতার খোঁজ চলছিল। এ প্রসঙ্গে গ্রাহাম জানিয়েছেন, ‘জাফারকে তিনি প্রথম দেখেন দু’বছর আগে। দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। এতটা মিল কী ভাবে হতে পারে। অদ্ভুতভাবে মাইকেলের ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জাফারের মধ্যে।’সঙ্গীতশিল্পী জেরমাইন জ্যাকসনের দ্বিতীয় সন্তান জাফর জ্য়াকসন। ২০১৯ সালে ‘গট মি সিঙ্গিং’ গানের মাধ্যমে পপ দুনিয়ায় পা রেখেছেন জেরমাইন জ্যাকসনের ছেলে জাফর। আগামী ২২ জানুয়ারী থেকেই শুরু হবে মাইকেল জ্যাকসনের বায়োপিকের কাজ।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00