
ইউক্রেনে সহায়তা সাময়িক বন্ধ করলো যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে কিরবি বলেন, কংগ্রেসের অনুমোদন না মেলায় সহায়তা সাময়িক বন্ধ রয়েছে। তবে নিম্নকক্ষের অবস্থান পরিবর্তন সাপেক্ষে ফের তা চালু করা হবে। নানা জটিলতার অজুহাতে কিয়েভকে সহায়তা বন্ধ করেছে অনেক ইউরোপীয় মিত্র দেশগুলোও।গত ডিসেম্বরে নিজেদের মিত্র দেশগুলোয় সামরিক সহায়তা বাবদ ১০ হাজার কোটি ডলার চেয়ে কংগ্রেসে বিল পাঠায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এ অর্থের মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার কোটি ডলার। কিন্তু কংগ্রেস বিলটি আটকে দিয়েছে।এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে কংগ্রেসকে এড়িয়ে প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ব্যবহার করে ইউক্রেনকে ২৫ কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাঠিয়েছিলেন বাইডেন। যে কারণে তিনি কংগ্রেসের সমালোচনা মুখে পড়েন। ধারণা করা হচ্ছে, সে কারণেই নতুন সহায়তা প্যাকেজ অনুমোদন করেনি মার্কিন কংগ্রেস।এদিকে, যুদ্ধ শুরুর পর থেকেই সামরিক খাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরশীল ইউক্রেন। গেল বছরও দেশটিকে ৭৩ বিলিয়ন ডলার সহায়তা দেয় মিত্ররা। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি সহায়তা প্যাকেজ প্রদানকারী যুক্তরাষ্ট্রের এই ঘোষণায় বিপাকে জেলেনস্কি প্রশাসন।