
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রবীণ প্রার্থীরা কঠিন পরীক্ষার মুখে পড়তে পারেন কারন এবার দলীয় প্রার্থী মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সুযোগে দলের একসময়ের ত্যাগী ছাত্রনেতারা নির্বাচনের মাঠ কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন। সাবেক ছাত্রনেতাদের অংশগ্রহণে জমজমাট নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে।
বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, এরই মধ্যে জনসম্পৃক্ততা বাড়িয়ে নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দিয়ে রাখছেন সম্ভাব্য নবীন প্রার্থীরা। এতে তাঁরা প্রবীণ প্রার্থীদের নির্বাচনী সরল অঙ্কে গরমিল পাকাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর বাইরে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও আচরণবিধিমালায় আরও কিছু সংশোধনী আনা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করেছে ইসি। গতকাল মঙ্গলবার এটি প্রকাশ করা হয়। আগামী মে মাসে ৪ ধাপে ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন করবে ইসি। প্রথম ধাপে আগামী ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপে ২৫ মে ভোট হবে।