
বলিউডের আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’। রণবীর কাপুর অভিনীত সিনেমাটি এরইমধ্যে বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপি আয় করে তাক লাগিয়েছে। তবে ওটিটি প্লাটফর্মে মুক্তি নিয়ে চলছিল নানা জল্পনা । এবার সবাইকে সুখবর দিয়ে তারিখ জানিয়েছে কর্তৃপক্ষ।অধিক সাফল্য পাওয়া সিনেমাটি আইনি জটিলতায় আটকে গিয়েছিল। অবশেষে ওটিটিতে মুক্তি পাওয়ার খবর এলো। সম্প্রতি নির্মাতারা জানিয়েছেন, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে নেটফ্লিক্স ইন্ডিয়াতে মুক্তি পাচ্ছে ‘অ্যানিমেল’। হিন্দি ছাড়াও, ওটিটি প্ল্যাটফর্মে তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায়ও মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমাটি।তবে সিনেমাটি মুক্তির আগেই জায়ান্ট প্লাটফর্ম নেটফ্লিক্স আভাস দিয়েছিল এই প্লাটফর্মেই দেখা যাবে ‘অ্যানিমেল’। এবার জানা গেল, ভারতের রিপাব্লিক দিবসেই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘অ্যানিমেল’ এর বর্ধিত ভার্সন। অর্থাৎ পুরো ৩ ঘণ্টা ৪৯ মিনিটের ‘অ্যানিমেল’ এবার ওটিটিতে দেখা যাবে।এ সিনেমায় রণবীর ও রাশমিকা দম্পতি হিসেবে অভিনয় করেছেন। অনিল কাপুর রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন এবং ববি দেওলকে প্রধান খলনায়ক হিসেবে মুভিতে দেখা গেছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম– এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।২০০ কোটি রুপি বাজেটের ‘অ্যানিমেল’ এ রণবীর ও অনিল কাপুরের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।