
ডিয়ার জিন্দেগি’ সিনেমায় তাদের জুটি সবার নজর কেড়েছিল। এবার শোনা যাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে আবারও একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। গুঞ্জন উঠেছে, এবার একটি স্পাই ঘরানার সিনেমায় দেখা মিলবে শাহরুখ-আলিয়ার। ‘ডিয়ার জিন্দেগি’ শিরোনামের ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখ-আলিয়াকে।এবার আদিত্য চোপড়ার স্পাইভার্সের অংশ হচ্ছেন আলিয়া ভাট। ভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমার সঙ্গে ‘পাঠান’ চরিত্রটিকে জুড়তে চাইছেন নির্মাতারা। ছবিটিতে শাহরুখকে দেখা যাবে ‘পাঠান’ চরিত্রে। আর ‘পাঠান’-এর ‘আশ্রিতা’ চরিত্রে দেখা যাবে আলিয়াকে। প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে, সিনেমাটিতে শাহরুখ মূল চরিত্রে অভিনয় করবেন নাকি ক্যামিও চরিত্রে দেখা দেবেন, সেই ব্যাপারে এখনও নিশ্চিত করা হয়নি। তবে এ সিনেমায় শাহরুখ-আলিয়া ছাড়াও থাকছেন অভিনেত্রী শর্বরী ওয়াঘ।এ সিনেমায় আলিয়া অভিনীত চরিত্রটি নিয়ে অনেক বড় পরিকল্পনা রয়েছে পরিচালক আদিত্য চোপড়ার। এই বলিউড নায়িকাকে তারা এমন রূপে আনতে চলেছেন, যা দর্শককে চমকে দিবে। ছবিটি হতে চলেছে আলিয়া ভাটের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের একটি সিনেমা।এখন পর্যন্ত যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সবচেয়ে সফলতম সিনেমা হলো ‘পাঠান।’ ছবিটি ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৫০০ কোটিরও বেশি এবং বিশ্বজুড়ে সংখ্যাটা ছাড়িয়েছে ১০০০ কোটি। আলিয়াকে সবশেষ দেখা গিয়েছিল করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমায়। তার বিপরীতে ছিলেন রণবীর সিং। মুক্তির পর বক্স অফিসে দারুণ ব্যবসা করে ছবিটি। এ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতে নেন আলিয়া ভাট। ক্যারিয়ার, সংসার, সন্তান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আলিয়া ভাট। গত কয়েক বছরে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা । ডার্লিংস, রকি অউর রকি কী প্রেম কাহানি, গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি ইত্যাদি সিনেমায় দেখা গেছে তাকে। সদ্যই তিনি তার নতুন সিনেমা ‘জিগরা’র শ্যুটিং শেষ করলেন। এটি পরিচালনা করেছেন বসন বালা এবং প্রযোজনায় করণ জোহর। এছাড়াও তার হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার সিনেমাটিও। সেখানে তার সঙ্গে দেখা মিলবে রণবীর কাপুর এবং ভিকি কৌশলের।