
গেলো বছরের শেষের দিকে ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে ‘তুফান’ সিনেমা নির্মাণের ঘোষণা দেন পরিচালক রায়হান রাফি। সিনেমায় শাকিবের নায়িকা কে, তা নিয়ে শুরু থেকেই জল্পনা রয়েছে শাকিব ভক্ত ও দর্শকদের মধ্যে।প্রথমে ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম শোনা গেলেও এখন শোনা যাচ্ছে ‘তুফান’ সিনেমায় শাকিবের নায়িকা হবেন ওপার বাংলার অভিনেত্রী। তাও আবার একজন নয়, দুই নায়িকার নাম শোনা যাচ্ছে, যার মধ্যে থেকে এক জনকে চূড়ান্ত করা হবে। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নাকি দেখা যাবে শাকিবের বিপরীতে! সিনেমাটি প্রসঙ্গে এরই মধ্যে মিমির সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়ে গেছে। শীঘ্রই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তবে মিমি চক্রবর্তীর পাশাপাশি টালিউডের আরেক অভিনেত্রী মধুমিতা চক্রবর্তীর নামও শোনা যাচ্ছে ঢাকাই কিংয়ের নায়িকা হিসেবে। মিমির সঙ্গে ব্যাটে-বলে না মিললে মধুমিতা হবেন শাকিব খানের নায়িকা। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি চলচ্চিত্রটির সংশ্লিষ্টরা।‘তুফান’ সিনেমটি প্রযোজনা করছে বাংলাদেশি দুই প্রযোজনা সংস্থা আলফা আই ও চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। জানা গেছে, ভারতের ‘বাহুবলী’ সিনেমার সেট যারা নির্মাণ করেছিলেন, তাদেরকে দিয়েই ‘তুফান এর সেট নির্মাণ করছেন নির্মাতা রায়হান রাফি। সিনেমাটির বড় একটি বাজেট সেট নির্মাণের কাজেই ব্যয় হচ্ছে। এদিকে, এই মুহুর্তে শাকিব খান রয়েছেন যুক্তরাষ্ট্রে। তিনি দেশে ফেরার পরই শুরু হবে তুফান সিনেমাটির শুটিং। আসছে কোরবানির ঈদে মুক্তি দেওয়া হবে বাংলাদেশ ও ভারত প্রযোজিত বিগ বাজেটের সিনেমা তুফান।