
সপ্তাহখানেক আগে মাদ্রিদ ডার্বিতে রিয়াল ভাগ্যদেবীর সহায়তা পেলেও কোপা দেল রেতে হয়েছে কোণঠাসা। কার্লো আনচেলত্তির শিষ্যদের ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল অ্যাটলেটিকো মাদ্রিদ। চিরচেনা মাঠে রিয়ালের চোখে চোখ রেখে লড়াই করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত তাদেরই জয় হয়। যদিও গোলের প্রথম সুযোগ পায় প্রতিবেশীরা। তবে প্রথম সুযোগ কাজে লাগাতে পারেননি জুড বেলিংহ্যাম। রিয়ালের আক্রমণের মাঝে ম্যাচের ৩৯ মিনিটে প্রথম সুযোগটি পায় অ্যাটলেটিকো । স্যামুয়েল লিনোর গোলে লিড পায় ডি পলরা। তবে এক গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়ার ঠিক আগে গোল হজম করে অ্যাটলেটিকো। ইয়ান ওবলাকের আত্মঘাতী গোলে সমতায় ফেরে গ্যালাক্টিকোস।বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে আলভারো মোরাতার গোলে আবারও লিড নেয় স্বাগতিকরা। এরপর ৮২ মিনিটের মাথায় হোসেলু গোল করলে সমতায় ফেরে রিয়াল। নির্ধারিত সময় ২-২ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেই বাজিমাত দেখায় অ্যাটলেটিকো। বল জালে জড়িয়ে প্রথমে জাদু দেখান গ্রিজম্যান। ফলে ৩-২ করে ফেলে অ্যাটলেটিকো। তবে ম্যাচের ১১১ মিনিটে বেলিংহামের গোল অফসাইডে বাতিল হলে সমতায় ফেরা হয়নি রিয়ালের। এরপর ১১৯ মিনিটে জয় নিশ্চিত করে ফেলেন দ্বিতীয়ার্ধে বদলি নামা রদ্রিগো রিকেলমে। আর তাতেই কোয়ার্টার ফাইনালে উঠে যায় অ্যাটলেটিকো।