গাজার হাসপাতালে আবারও তাণ্ডব চালালো ইসরাইলি বাহিনী। জিম্মি উদ্ধারের নামে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের আল নাসের হাসপাতালে চালানো হয় ওই ভয়াবহ নারকীয়তা। এতে বহু নিরীহ ফিলিস্তিনি হতাহত হয়েছেন। হামাস নির্মূলের নামে চার মাসের বেশি সময় ধরে গাজায়
চলছে ইসরাইলি আগ্রাসন। হাজার হাজার বেসামরিক নাগরিককে হত্যা, লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেও শান্ত হচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। দিন যত যাচ্ছে বাড়িয়েই চলেছে বর্বরতার মাত্রা। এবার ইসরাইলি টার্গেট গাজার সবচেয়ে বড় হাসপাতাল, আল নাসের। জিম্মি উদ্ধারের নামে হাসপাতালটিতে ব্যাপক অভিযান চালিয়েছে দখলদার বাহিনী। মেশিনগান, ট্যাংকসহ ভারি যুদ্ধাস্ত্র নিয়ে চারপাশ থেকে ঘিরে রেখেছে চিকিৎসাকেন্দ্রটি। ইসরাইলি জিম্মিদের সন্ধানে হাসপাতালের ভেতরেও চালায় ব্যাপক অভিযান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালের একটি দেয়াল গুড়িয়ে দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী । টার্গেট করছে সেখানে অবস্থানরত অসংখ্য তাবু আর রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে। হাজার হাজার রোগী থাকা চিকিৎসাকেন্দ্রটিকে জরুরি ভিত্তিতে খালি করে দেয়ারও নির্দেশ দিয়েছে আইডিএফ। আগ্রাসন অব্যাহত রয়েছে লাখ লাখ ফিলিস্তিনির শেষ আশ্রয়স্থল রাফাহ এবং উত্তরাঞ্চলেও। রাফাহ’য় ব্যাপক বিমান হামলার পাশাপাশি উত্তরাঞ্চলে আগ্রাসনে হয়েছে প্রাণহানি। গাজার পাশাপাশি পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে ইসরাইলি তাণ্ডব। জেনিনে ব্যাপক তল্লাশি অভিযান চালিয়েছে দখলদার সেনারা। নতুন করে স্থাপন করেছে চেকপোস্ট। এদিকে, এই অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জানিয়ে, একে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়েছে গাজা প্রশাসন।