প্রচ্ছদ বিনোদন চুমু তো একা খাওয়া যায় না…

চুমু তো একা খাওয়া যায় না…

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 2 মিনিট পড়ুন
চুমু তো একা খাওয়া যায় না...

২০১২ সালে ‘হেমলক সোসাইটি’ বানিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবিটি দাগ কেটেছিল সিনেমাপ্রেমীদের মনে। তারপর পার হয়েছে অনেক বছর। আর এবার ‘কিলবিল সোসাইটি’ নিয়ে ফিরছেন সৃজিত। নায়কের ভূমিকায় সেই পরমব্রত চট্টোপাধ্যায়। মুক্তির আগে ‘কিলবিল সোসাইটি’ নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথা বলেছেন পরমব্রত। এই আলাপচারিতায় নতুন সিনেমা ছাড়াও উঠে এসেছে নানা প্রসঙ্গ।

‘কিলবিল সোসাইটি’তে দেখা যাবে ন্যাড়া মাথার পরমব্রতকে। অভিনেতা কি পর্দায় ন্যাড়া হওয়া নিয়ে দ্বিধায় ছিলেন? পরম বলেন,‘সৃজিত এটা শুরুতেই বলে দিয়েছিল। আমি জেনেবুঝেই রাজি হয়েছি। বাকিটা সামলানো আমার কাজ ছিল। কারণ, আমি জেনেই রাজি হয়েছি। তাই ফেরার কোনো চান্স নেই। আমার মনে হয়েছিল, এটার জন্য আমি ন্যাড়া হতে পারি।’

এই সিনেমা মুক্তির আগে নায়িকা কৌশানী মুখোপাধ্যায়ের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হিন্দুস্তান টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে পরমব্রত বলেন, ‘আমি আসলে কোনো দিনই খুব বেশি সোশ্যাল মিডিয়ায় থাকি না। কেননা, আমি ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই ভালোবাসি। তবে শুধু ব্যক্তিগত বিষয়ের জন্য নয়, সোশ্যাল মিডিয়া আজকাল উপার্জনেরও নতুন রাস্তা খুলে দিয়েছে। এই যে রিল বানানো, এটা যে শুধু অনেকে নিজের বা ছবির প্রচারের জন্য করে, তা নয়। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনেও ব্যবহার করে। সেটা অবশ্য আমিও করি। বিশেষ করে কোনো উৎসবের সময়, পুজো-ক্রিসমাস-ঈদ, বিভিন্ন জিনিসের বিজ্ঞাপনের জন্য আমিও সোশ্যাল মিডিয়া ব্যবহার করি।’

১৩ বছর আগে ‘হেমলক সোসাইটি’র নায়িকা ছিলেন কোয়েল মল্লিক। এবার ‘কিলবিল সোসাইটি’তে আছেন কৌশানী। দুই নায়িকার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘কোয়েল যখন “হেমলক সোসাইটি” করেছেন, তখন তিনি বাণিজ্যিক বাংলা ছবির সুপারস্টার। আর কৌশানী যখন “কিলবিল সোসাইটি” করছেন, তখন বাণিজ্যিক বাংলা ছবির বিষয়টাই একপ্রকার মৃতপ্রায়। কৌশানীকে আমরা অভিনেত্রী হিসেবে আবিষ্কার করেছি গত দুই বছর হলো, “আবার প্রলয়”থেকে। তার আগপর্যন্ত জানতাম, ও একটা সৌন্দর্য প্রতিযোগিতা থেকে উঠে আসা মেয়ে। ও যা কাজ করেছিল, এর আগে ততটা উল্লেখযোগ্য ছিল না। তবে কৌশানী যখন এই কাজটা করল, তখন ও নিজেকে অভিনেত্রী হিসেবে পুনরাবিষ্কার করার চেষ্টা করছে। জাস্ট যাত্রাটা শুরু করেছে।’

জানা গেছে, সিনেমায় পরমের নায়িকা হওয়ার কথা ছিল মিমি চক্রবর্তীর। কিন্তু পর্দায় চুম্বন–দৃশ্য থাকায় তিনি চরিত্রটি ফিরিয়ে দিয়েছেন, তখন সিনেমায় নেওয়া হয় কৌশানীকে।

নায়িকার সঙ্গে চুম্বন–দৃশ্য নিয়ে পরম বলেন, ‘আমি একজন অভিনেতা হিসেবে বিশ্বাস করি, প্রত্যেকের একটা নিজস্ব সীমারেখা থাকে, সে কতটা কী করতে স্বচ্ছন্দ। প্রত্যেকেরই নিজস্ব পছন্দ থাকে। তবে আমি যখন অভিনেতা, তখন চরিত্রের প্রয়োজনে আমি এটা করতে তৈরি। কারণ, চুম্বন ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। তাই অভিনেতা হিসেবে কোনো ছুতমার্গ থাকা উচিত নয় বলে আমার মনে হয়। তবে এটা আমার ভাবনা। অন্যেরও একই ভাবনা হবে, তার মানে নেই। প্রত্যেকের ভাবনাকে আমি সম্মান করি। আমাকে অনেক ছবিতেই এমন দৃশ্যে দেখা গিয়েছে। তবে পরিচালক আমাকে জানিয়েছেন, আমার বিপরীতে যিনি আছেন, তিনিও রাজি। কারণ, চুমু তো আর একা খাওয়া যায় না। অপর পক্ষের সম্মতিতেই শুট করেছি। পরিবেশটাও সেভাবে তৈরি করা হয়েছিল।’

কিছুদিনের মধ্যেই প্রথম সন্তানের বাবা হতে চলেছেন পরমব্রত। জানান, বাবা হওয়ার পর কাজ কমিয়ে পরিবারকে আরও সময় দেওয়ার চেষ্টা করবেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00