
এশিয়া সফর ভালো যায়নি ইন্টার মায়ামির। আল হিলাল ও আল নাসরের বিপক্ষে রিয়াদ কাপে হেরেছেন মেসি-সুয়ারেজরা।এরপর হংকং সফরে জয়ের দেখা পেলেও জাপানে গিয়ে আবার হারে ইন্টার মায়ামি। ক্লাবের প্রীতি ম্যাচে এবার ঘরের মাঠে লিওনেল মেসির ছেলেবেলার ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে আটকে গেছে মেসিরই বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। শৈশবে যে ক্লাবের হয়ে অবিশ্বাস্য এক যাত্রা শুরু করেছিলেন, সেই নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে এবার প্রীতি ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন লিওনেল মেসি। তবে বিশ্বজয়ী মেসিকে শৈশব কিংবা বর্তমান ক্লাব, কোনো দলেরই হার দেখতে হয়নি। ১-১ সমতায় মাঠ ছাড়তে হয়েছে দু’দলের খেলোয়াড়দের। চোটে ভোগা মেসি এই ম্যাচে খেলবেন কি না তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। তবে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেসি মায়ামির মূল একাদশের হয়েই খেলেছেন। মেসির সঙ্গে মূল একাদশে খেলেছেন তার দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজ। ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন মেসি। গোলের বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। এদিন মায়ামি গোল পায় মেসি উঠে যাওয়ার পর। ম্যাচের ৬৪ মিনিটে সানিডের বোর্গেলিন গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে ম্যাচের ৮৩ মিনিটে ২৩ বছর বয়সী আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো মার্টিন দিয়াজ গোল করে দলকে সমতা ফেরান।শেষপর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দলের খেলোয়াড়রা।এদিকে, মৌসুমের প্রস্তুতি পর্বে মোট ৭টি ম্যাচ খেলে ৪টিতে হেরেছে মেসির দল, ড্র করেছে দুটিতে আর জয় পেয়েছে একটিতে। আগামী বুধবার মেজর লিগ সকারের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রিয়েল সল্ট লেকের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।