প্রচ্ছদ খেলা টি-টোয়েন্টি দলে ফিরলেন রিয়াদ

টি-টোয়েন্টি দলে ফিরলেন রিয়াদ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
Mahmudullah Riad
টি-টোয়েন্টি দলে ফিরলেন রিয়াদ

টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। কিন্তু তার আগেই দল থেকে বাদ পড়ে যান তিনি। বাজে ফর্মের কারণে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর ওয়ানডে দল থেকেও বাদ পড়ে যান । সেখানেই রিয়াদের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু কঠোর পরিশ্রমে নিজেকে ফিট বানিয়ে ফের নিজেকে চেনাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চল্লিশের দোরগোড়ায় থাকা কোনো খেলোয়াড় দল থেকে বাদ পড়ার পর ফের জাতীয় দলে জায়গা করে নেওয়া টা বেশ কঠিন। আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো অসম্ভব প্রায়।কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রায় ১৭ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের দলেও ডাক পেয়েছেন ৩৮ বছর বয়সী রিয়াদ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । দীর্ঘদিন পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার । ২০২২ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর প্রথমবারের মতো দলে ফিরলেন রিয়াদ। এর মাঝে কেটে গেছে ১৭টি মাস। জাতীয় দলে এসেছে একের পর এক পরিবর্তন। বাংলাদেশ দলের অধিনায়কত্ব সাকিব আল হাসানের হাত ঘুরে পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর মাঝখানের সময়টা রিয়াদ দেখিয়েছেন কীভাবে ফিরে আসতে হয়।অফফর্ম ও ফিটনেস ইস্যুতে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করেছেন রিয়াদ। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে দিনের পর দিন নিজেকে ঝালিয়ে নিয়েছেন এই ৩৮ বছর বয়সী অলরাউন্ডার। এরই প্রেক্ষিতে ওয়ানডে বিশ্বকাপের আগে দলে ফেরেন। এরপর বিশ্বকাপ মঞ্চে একটি সেঞ্চুরিসহ দলের সেরা পারফর্মার ছিলেন সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ।এদিকে, চলতি বিপিএলেও দারুণ খেলছেন রিয়াদ। ব্যাট হাতে মাঝেমাঝেই তুলছেন ঝড়। যে কারণে টি-টোয়েন্টি দলে তার ফেরাটা প্রত্যাশিতই ছিল। এখন শুধু অপেক্ষা ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জায়গা করে নেওয়ার।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00