প্রচ্ছদ সারাবাংলা ডিমের দাম কমলেও চোখ রাঙাচ্ছে মুরগি

ডিমের দাম কমলেও চোখ রাঙাচ্ছে মুরগি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ডিমের দাম কমলেও চোখ রাঙাচ্ছে মুরগি

কয়েক দিনের ব্যবধানে বাজারে দাম কমে ডিম বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেয়া রেটে। বর্তমানে প্রতিডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকায়। সরকার ডিমের দাম বেঁধে দেয়ার পরেও গত কয়েক সপ্তাহে ডিমের দাম বেড়ে হয়েছিল ১৮০ টাকার বেশি।

রোববার (২০ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ডিমের দাম কমলেও উন্নতি হয়নি সরবরাহ সংকটের।

বিক্রেতারা বলছেন, তেজগাঁও আড়তে গিয়ে চাহিদামাফিক ডিম পাচ্ছেন না তারা। প্রতিদিন ১০ হাজার ডিমের আশা করলেও মিলছে মাত্র ৫ হাজার।

খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বাজার থেকে ডিম প্রতি ৫০ পয়সা লাভ করার কথা থাকলেও দাম কমিয়ে বিক্রি করায় হারাতে হচ্ছে বড় অঙ্কের মুনাফা। পাশাপাশি কমেছে বিক্রিও।

এদিকে, বাজারে ডিমের দাম কিছুটা কমলেও মুরগির দামে আসেনি স্বস্তি। প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ২১০ টাকায় এবং সোনালি দাম বেড়ে হয়েছে ৩০০ থেকে ৩২০ টাকা। আর সাদা লেয়ার ২৬০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। এছাড়া, জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়।

বন্যার কারণে খামারিদের ক্ষতির অযুহাত দাঁড় করিয়ে ব্যবসায়ীদের দাবি, মুনাফা না হওয়ার স্বদিচ্ছা থাকা সত্ত্বেও সরকারের বেঁধে দেয়া দামে মুরগি বিক্রি করতে পারছেন না তারা।

তবে হঠাৎ দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া নয়, বাজার স্থিতিশীল রাখার দাবি ক্রেতাদের। তারা বলেন, বাজার নিয়ন্ত্রণে শুধু দাম বেঁধে দিলেই হবে না, করতে হবে কঠোর তদারকি।

আপাতত ডিমের দাম কমলেও এ ধারা বজায় রাখা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ভোক্তারা। শুল্ক ছাড় ও বাজার অভিযানের দীর্ঘমেয়াদি সুফল চান তারা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00