
ঢাকা থেকে ভাঙ্গা জংশন হয়ে নড়াইলের ওপর দিয়ে খুলনা পর্যন্ত নবনির্মিত রেললাইনে পরীক্ষামূলক ট্রেনটি ১০০ কিলোমিটার গতিতে চলেছে। আজ রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ৩৩ মিনিটে পরীক্ষামূলক ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা জংশনে।
ফরিদপুরের ভাঙ্গা থেকে আজ রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ট্রেনটি চালুর সম্ভাবনা রয়েছে।
ভাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, ‘পরীক্ষামূলক ট্রেনটি ভাঙ্গা রেল জংশনে সকাল ১০টা ৩৩ মিনিটে প্রবেশ করে। এটি ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা জংশন ছেড়ে চলে যায়। পরীক্ষামূলক ট্রেনটি চালু হওয়ায় আমরা আনন্দিত। ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের পদ্মবিলা রেলওয়ে স্টেশন পর্যন্ত ১০০ কিলোমিটার গতিতে ট্রেনটি চলবে।
পদ্মবিলা রেলওয়ে স্টেশন থেকে যশোরের সিঙ্গিয়া হয়ে খুলনা পর্যন্ত ৭৫ কিলোমিটার গতিতে ট্রেনটির চলার কথা রয়েছে।’