গত ৯ সেপ্টেম্বর আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের নতুন চারটি মডেলের আইফোন উন্মুক্ত করে অ্যাপল। ২০ সেপ্টেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন মডেলের আইফোনগুলোর বিক্রি কার্যক্রম শুরু হয়। তবে বাজারে আসার এক মাসের মধ্যেই আইফোন ১৬ ও আইফোন ১৬ প্রো মডেলের আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী।

নতুন আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার বিষয়ে বরাবরের মতো তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, নতুন আইফোনে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। সাধারণত নতুন অপারেটিং সিস্টেম উন্মুক্তের পর এ ধরনের সমস্যা দেখা দেয়। সফটওয়্যার হালনাগাদের করে এ ধরনের ত্রুটির সমাধান করা সম্ভব। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই অ্যাপল এ সমস্যার সমাধান করবে।