নতুন রূপে হাজির হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ওটিটি প্ল্যাটফরমে আসছে মোহাম্মদ নাজিম উদ্দিনের গল্প অবলম্বনে এবং ভিকি জাহেদের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ ‘টিকিট। এই ওয়েব সিরিজে ভিন্ন একলুক এবং সাহসী চরিত্রে দেখা যাবে সাফাকে। চরকির এই সিরিজে সাফার সঙ্গে আছেন অভিনেতা সিয়াম আহমেদ ও মনোজ প্রামাণিক।এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিরিজটির ফার্স্টলুক। যেখানে দেখা গেছে সিয়াম, মনোজ ও সাফা কবিরের লুকে ছিল নতুনত্ব এবং ভিন্নতা। স্যাটায়ার, ব্ল্যাক কমেডি ও থ্রিলারের মিশেলে নির্মিত ৬ পর্বের এই সিরিজটিতে প্রত্যেককেই নতুন রূপে দেখা যাবে।সাফা কবির জানান, ‘এই কাজটা বেশ কিছু কারণে তার জন্য স্পেশাল। তিনি আগে কখনো এমন চরিত্রে অভিনয় করেননি। সেই সঙ্গে গল্পটা ডার্ক কমেডি, থ্রিলার ও স্যাটায়ার মিলিয়ে। আর চরিত্র করতে গিয়ে ভালোই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তিনি।কারণ তার বেড়ে ওঠার সঙ্গে সিরিজের চরিত্রের আকাশ-পাতাল তফাৎ। সিরিজে আরও আছেন আবদুল্লাহ আল সেন্টু, জয়রাজ, এ কে আজাদ সেতু। চরকি নিশ্চিত করেছে ১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘টিকিট।সেখানে ভিন্ন লুকে দেখা গেছে সিয়ামকে। এতে সালেক নামে অভিনয় করেছেন তিনি।সিয়াম জানান, চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। সালেককে সবার থেকে আলাদা হতে হয়েছে। আন্ডারটোনড পারফর্মেন্স করতে হয়েছে। অভিনয়ে দেখাতে হয়েছে কনফিডেন্সের অভাব। এই জিনিসগুলোর সঙ্গে তার লুকস, তার এপিয়ারেন্স অনেকটা জড়িত। সালেক চরিত্রের জন্য নিজের ওজন বাড়াতে হয়েছে সিয়ামের। চরিত্রটিতে ভালো মন্দ মানুষের অদ্ভুত মিশ্রণ।টিকিটে আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। সিরিজে তার চরিত্র আর বাস্তবের মনোজ দুইটা দুই মেরুর চরিত্র। পুর্নজন্ম খ্যাত নির্মাতা ভিকি জানিয়েছেন, গল্পটা খুবই ইন্টারেস্টিং। এখানে প্রথমবারের মতো ডার্ক কমেডি ও স্যাটায়ারের একটা থ্রি লেভেলের কম্বো করা হয়েছে।