
জামালপুর শহরের ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।
রোববার দুপুরে ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। বিকেলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করেন। তবে, তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামীম।
তিনি জানান, দুপুরে তিন মামাতো ফুফাতো ভাইসহ ৫ জন ফুটবল খেলছিলেন।
এ সময় বলটি নদের পানিতে চলে যায়। পরে তারা পানিতে নেমে বলটি আনতে গেলে তিনজন তলিয়ে যান। বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরিরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেন। পরে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।