
নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, ভোট দিতে যায়নি। তাই বিরোধী নেতাদের বন্দি করে নির্বাচন করেছে দলটি। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলনের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এসব কথা বলেন। সেলিমা রহমান অভিযোগ করে বলেন, সরকার ছাত্র নেতাদের হাতে অস্ত্র দিয়ে টেন্ডারবাজি করে শিক্ষাঙ্গনকে অস্থির করে তুলেছে।তিনি আরও বলেন, সামনে রমজান আসছে দ্রব্যমুল্য নিয়ে সাধারণ জনগণের চিন্তিত। জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া। সরকার প্রতিদিন বলছে দাম কমাবে কিন্তু দাম কমবে না। এই সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করবে না। কারণ এর সঙ্গে সরকার দলীয় লোকজন জড়িত। এসময় ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপির এই নেত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী দল নয়, আওয়ামী লীগ সরকার সন্ত্রাসী দল। লাঠি লগি বৈঠা দিয়ে এরা মানুষ মারে, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগের লোকজন। ছাত্রলীগের হাতে পিস্তল, লাঠি, দা তুলে দিয়েছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে দেখা যায়, একদিকে টেন্ডার বাজি চলছে, অন্যদিকে, মারামারি। সারাদেশে খুন-গুম করে বেড়াচ্ছে ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা।