
এক বছর আগেও নৈশপ্রহরীর কাজ করতেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার জোসেফ। আর বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নাম এই ক্যারিবিয়ান পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক সিরিজে নতুন রূপকথার জন্ম দেওয়া শামারকে দলে ভিড়িয়েছে পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমি।পিএসএলের নবম আসরের জন্য শামারকে চুক্তিভুক্ত করার কথা জানায় দলটি। সিডনিতে অভিষেক টেস্টে নিজের প্রথম বলেই স্টিভ স্মিথকে ফিরিয়েছিলেন শামার। আর ব্রিসবেনে তো ইতিহাস বদলানো এক স্পেল করেন তিনি। ৬৮ রানে ৭ উইকেট নিয়ে দীর্ঘ ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের নজির গড়ে ওয়েস্ট ইন্ডিজ।গায়ানার বারাকানা গ্রামে জন্মগ্রহণকারী শামারের খেলার কথা ছিল আইএল টি-২০। কিন্তু ব্রিসবেনের গাব্বায় স্টার্কের বলে আঙুলের চোটে পড়েন এই ক্যারিবিয়ান। যে কারণে অস্ট্রেলিয়া থেকে গায়ানায় ফিরে যেতে হয়েছে শামারকে।তবে এমন দুঃসংবাদের মধ্যেও সুখবর পেয়েছেন শামার জোশেফ। বিশ্ব ক্রিকেটে নতুন তারকা হিসেবে আর্বিভাব হওয়া ক্যারিবিয়ান ফাস্ট বোলারকে দলে টেনেছে পিএসএলে ২০১৭ আসরে শিরোপা জেতা পেশোয়ার জালমি। ইংল্যান্ডের ডানহাতি পেসার গাস অ্যাটকিনসনের পরিবর্তে সুযোগ পেয়েছেন এই উইন্ডিজ গতি তারকা।এখন পর্যন্ত দুটি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন শামার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দুই ম্যাচ খেলে কোনো উইকেট নিতে পারেননি তিনি। এদিকে, আগামী ১৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে পিএসএলের দশম আসর। আর ১৮ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির।