প্রচ্ছদ বিশ্ব পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল রাশিয়া

পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল রাশিয়া

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
মিখাইল মিশুস্টিন
পেট্রোল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল রাশিয়া

অভ্যন্তরীণ চাহিদা বেড়ে যাওয়ায় ছয় মাসের জন্য পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করলো রাশিয়া। আগামী সপ্তাহ থেকে দেশটির এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, বিদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন, যা ১ মার্চ থেকে কার্যকর হবে। গেলো বছরের শুরুর দিকেও একই ধরনের পদক্ষেপ নিয়েছিল রাশিয়া।রাশিয়ার অন্য একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ডেপুটি প্রধানমন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক এক চিঠির মাধ্যমে নিষেধাজ্ঞার প্রস্তাব করেন। এতে অভ্যন্তরীণ বাজারের চাহিদার কথাও উল্লেখ করেন তিনি ।নোভাক বলেন, পেট্রলিয়াম পণ্যের চাহিদার কথা মাথায় রেখে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।ইউরাশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্যদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এতে রয়েছে- আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান ও কিরঘিস্তান। মঙ্গোলিয়া, উজবেকিস্তান ও জর্জিয়া থেকে বিচ্ছিন্ন হওয়া আবখাজিয়া ও সাউথ ওসেটিয়ার ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।গেল সেপ্টেম্বরে রাশিয়া জ্বালানি নিষেধাজ্ঞা দিয়েছিল। শীতের মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ চাহিদায় দাম ও ঘাটতি বেড়ে যাওয়ার কারণে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়।  তাতে বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তানও বাদ ছিল। পরে নভেম্বরের মধ্যে প্রায় সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়।সর্বশেষ নিষেধাজ্ঞাটি দীর্ঘতর হবে। বলা হচ্ছে,  ১৫-১৭ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জ্বালানির ক্রমবর্ধমান দামের লাগাম টেনে ধরতে চায় ক্রেমলিন।এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিন বছরে গড়িয়েছে। তবে কবে থামবে এই রক্তক্ষয়ী যুদ্ধ তার কোনো ইঙ্গিতও মিলছে না। এই যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্য মরাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাশিয়ার ওপর আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। যুদ্ধে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি । তবে কতজন আহত হয়েছেন তার তথ্য দেবেন না বলে জানান তিনি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00