প্রচ্ছদ বিশ্ব প্রশাসনিক-রাজনৈতিক চাপের মুখে জান্তা

প্রশাসনিক-রাজনৈতিক চাপের মুখে জান্তা

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
জান্তা
প্রশাসনিক-রাজনৈতিক চাপের মুখে জান্তা

বিদ্রোহী জোটের প্রবল প্রতিরোধের মুখে নাকাল মিয়ানমার জান্তা। চিন, রাখাইন, কাচিনের মতো অন্তত ৮টি প্রদেশে একযোগে চলছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর গেরিলা হামলা। একের পর এক এলাকা হারানোয় সব মিলিয়ে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে চাপের মুখে সেনাশাসিত সরকার। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, গেল কয়েকদিন ধরেই মিয়ানমারের শান প্রদেশের বিভিন্ন স্থানে সামরিক জান্তার সাথে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে । এক মাসের বেশি সময় ধরে টিএলএনএ বিদ্রোহীরা সামরিক বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছে । চাপের মুখে একের পর এক সামরিক ঘাঁটি ছেড়ে পিছু হটছে মিয়ানমার সামরিক বাহিনীর সদস্যরা।গেল অক্টোবরে, সামরিক বাহিনীর বিরুদ্ধে যৌথভাবে সশস্ত্র যুদ্ধ ঘোষণা করে বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট এমএনডিএএ। অপারেশন ১০২৭ শুরুর পর থেকেই, কাচিন রাজ্যের পাশাপাশি শান, চিন, কায়িন, রাখাইনসহ ৮টি প্রদেশে বিদ্রোহীদের তুমুল প্রতিরোধের মুখে পড়ছে জান্তা বাহিনী। হিট অ্যান্ড রান পদ্ধতিতে গেরিলা হামলা চলছে সেনা চৌকিগুলোতে।সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তোলা হয়েছে শান এবং রাখাইন রাজ্যে। এরইমধ্যে, শান রাজ্যের ২০টি শহরের দখল নেয় বিদ্রোহীরা। অন্যদিকে, রাখাইন রাজ্যের উপকূলীয় এলাকায় রামরি দখলে নিয়েছে আরাকান আর্মির যোদ্ধারা।এদিকে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, রাখাইনের প্রাদেশিক রাজধানী সিত্তেও ঘিরে ফেলেছে বিদ্রোহীরা। যেকোনো মুহূর্তে শহরটির নিয়ন্ত্রণ হারাতে পারে জান্তা বাহিনী।বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক ও রাজনৈতিকভাবে সংকটের সমাধান না হওয়ায়; সশস্ত্র আন্দোলনকেই বেছে নিয়েছেন দেশটির বিরোধীরা। এর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর মিয়ানমারে গেল তিন বছরে, সেনা নির্যাতনে প্রাণ গেছে প্রায় সাড়ে ৪ হাজার মানুষের। আটক ২৫ হাজারের বেশি গণতন্ত্রপন্থী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00