
ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো। এক অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, তার প্রতিপক্ষ আনিস বাসউইদান এবং গাঞ্জার প্রানোয়োর চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন সুবিয়ান্তো।আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানায়, এ পর্যন্ত অনানুষ্ঠানিক ভোট গণনায় প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়েছেন সাবেক এই সেনা জেনারেল।এদিকে, সুবিয়ান্তোকে জয়ী ঘোষণার পর তার প্রধান প্রতিদ্বন্দ্বী আনিস বাসওয়েদান এ বিষয়ে বলেন, জনগণের রায় তিনি মেনে নেবেন। যদিও ভোট গণনা এখনও চলছে। আনিস বাসওয়েদান বলেন,আনুষ্ঠানিক ফল ঘোষণা না হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন এবং ফলাফল মেনে নেবেন। তবে ভোট গণনা শুরুর পর থেকেই দেখা যায় বিপুল ভোটে এগিয়ে আছেন সুবিয়ান্তো। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয় ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার এই নির্বাচনকে বলা হয় বিশ্বের বৃহত্তম ‘একদিনের নির্বাচন’। ইন্দোনেশিয়ার ১৭ হাজার দ্বীপপুঞ্জ জুড়ে ২০ হাজার ৬০০টি পদে প্রায় ২ লাখ ৫৯ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুবিয়ান্তো পুরো ইন্দোনেশিয়া জুড়েই পরিচিত মুখ। তার সঙ্গে রয়েছে বর্তমান সরকারের ঘনিষ্ঠ সম্পর্কও। তবে তার অতীত নিয়ে বেশ বিতর্ক রয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটির স্বৈরশাসক সুহার্তোর সময় তার শীর্ষ কম্যান্ডার হিসেবে কাজ করেছেন সুবিয়ান্তো।গেলো সপ্তাহে দুটি জরিপে দেখা গিয়েছিল, প্রেসিডেন্ট পদে এ তিন প্রার্থীর মধ্যে অবসরপ্রাপ্ত জেনারেল প্রোবায়ো সুবিয়ান্তোর প্রতি সমর্থন রয়েছে ৫১ শতাংশ ভোটারের। আর গাঞ্জার প্রানোয়ো এবং আনিস বাসউইদানের প্রতি সমর্থন রয়েছে যথাক্রমে ৩১ এবং ২৭ শতাংশ ভোটারের।