
ময়মনসিংহে একটি প্রতারক চক্রের সদস্য রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি প্রবাসী শওকত হোসেনের কাছ থেকে ১৪ হাজার সৌদি রিয়াল, ৩১ হাজার টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত ছিলেন। ২১ জুন, শনিবার, শওকত ও তার চাচাতো ভাই রিয়াজকে তিন ঘণ্টা ধরে আটকে রেখে মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত রুমা এবং তার স্বামী রকি মিয়া একটি বাসায় এসে এই ঘটনা ঘটায়। পুলিশ রুমাকে গ্রেফতার করার সময় রকি পালিয়ে যায়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, রুমা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীর প্ররোচনায় এই অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ এখন রকিকে গ্রেফতার এবং লুট হওয়া বিদেশি মুদ্রা উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। এছাড়া, এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমে জড়িত অন্যান্য সদস্যদের ধরার জন্যও অভিযান অব্যাহত রয়েছে।