
ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী ইসলামিক প্রতিরোধ বাহিনী।দেশটির উত্তরাঞ্চলের ইরবিল প্রদেশে অবস্থিত আল-হারির বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়।এক বিবৃতিতে ইসলামিক প্রতিরোধ বাহিনীটি জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক ড্রোন দিয়ে ইরবিলে হারির ঘাঁটিতে ওই হামলা চালানো হয়।বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলাটি ইরাক ও ওই অঞ্চল জুড়ে মার্কিন বাহিনীকে প্রতিহত করতে এবং গাজা যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর জন্য করা হয়েছে।তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইবরিলে বিমান ঘাঁটিতে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তিনটি মার্কিন নিরাপত্তা সূত্র।প্রসঙ্গত, গেলো শুক্রবার মধ্যরাতে ইরাক ও সিরিয়ায় ৮৫টি অবকাঠামোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মূলত গত সপ্তাহে জর্ডানে সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত এবং আরও ৪০ জনেরও বেশি সেনা আহত হওয়ার পর এই প্রতিশোধ নিতে ইরাক ও সিরিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী ও তাদের সঙ্গে সম্পর্কিত মিলিশিয়াদের লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী।যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বি-১ বোমারু বিমানসহ অসংখ্য বিমান এই অপারেশনে অংশ নেয়। এসব বিমানে ১২৫টিরও বেশি নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র বহন করা হয়। পুরো অপারেশনে সময় লেগেছে মাত্র ৩০ মিনিট।কিরবি আরও জানান, টার্গেট করা স্থাপনার মধ্যে রয়েছে কমান্ড ও কন্ট্রোল সেন্টার, সদর দপ্তর ভবন ও গোয়েন্দা অফিস। এছাড়াও রকেট, মিসাইল, ড্রোনসহ অস্ত্র এবং রসদ গুদামেও হামলা চালানো হয়। তবে এই লক্ষ্যবস্তুগুলোতে বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে যথাসম্ভব সাবধান ছিল মার্কিন বাহিনী।এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক এই বিমান হামলায় ইরাক ও সিরিয়ায় বেসামরিক নাগরিকসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৬ জন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।