প্রচ্ছদ জাতীয় বিদেশি বিশেষজ্ঞদের রায় পর্যবেক্ষণের সুযোগ নেই-আইনমন্ত্রী

বিদেশি বিশেষজ্ঞদের রায় পর্যবেক্ষণের সুযোগ নেই-আইনমন্ত্রী

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
আইনমন্ত্রী
বিদেশি বিশেষজ্ঞদের রায় পর্যবেক্ষণের সুযোগ নেই-আইনমন্ত্রী

বিচার প্রক্রিয়ার সব আইনি দিক মেনেই নোবেল বিজয়ী ড. ইউনূসের সাজা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচারক ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। একই সংগে ড. ইউনূস বিষয়ে বিভিন্ন দেশে অপপ্রচারের মাধ্যমে দেশের মর্যাদা খাটো করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে ড. ইউনূসের সাজা ও নোবেলজয়ীদের বিবৃতি জবাব দিতে আয়োজিত ব্রিফিংয়ে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিচার শেষ হওয়ায় এখন আর বিদেশি বিশেষজ্ঞ দলের রায় পর্যবেক্ষণের সুযোগ নেই। এরপরও সুনির্দিষ্ট ইস্যু থাকলে বিষয়টি দেখা হবে।আইনমন্ত্রী বলেন, আপিলের কার্যক্রম চলছে। এ অবস্থায় ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন দিয়ে বিবৃতি দিয়ে তাকে হয়রানির অভিযোগ করা হয়েছে। তাকে সরকার কোন হয়রানি করেনি। শ্রমিকের মামলার ভিত্তিতে আইনী প্রক্রিয়া শেষে ড.ইউনুসের সাজা হয়েছে। চার্জফ্রেম, জামিন, যুক্তিতর্ক সব আইনী প্রক্রিয়া সম্পন্ন করে সময় দিয়ে বিচার প্রক্রিয়া শেষে সাজা দেয়া হয়েছে।এদিকে, ৩৪২ ধারায় জবানবন্দিও দিয়েছেন ড. ইউনুস জানিয়ে মন্ত্রী আরও বলেন, শ্রমিকরা শতাধিক মামলা করেছে ন্যায় না পাওয়ায়, অধিকার ক্ষুন্ন হওয়ায়। শ্রমিকদের অভিযোগের ভিত্তিতেই শ্রম অধিদফতর গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শন করেছিল। তখন টাকা দিয়ে অবৈধ পন্থায় আপোস করা হয়েছিলো। এর মাধ্যমে প্রমান হয় শ্রমিকদের অধিকার ক্ষুন্ন করা হয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00