
বেশ আগেই সরাসরি চুক্তিতে মোহাম্মদ আমিরকে দলে টেনেছিল ফরচুন বরিশাল। তবে টুর্নামেন্ট শুরুর আগে বদলে গেল চিত্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসছে আসর থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন পাকিস্তানের এই পেসার। যোগ দিয়েছেন একই সময়ে শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের লিগ আইএলটি২০-এর দল ডেজার্ট ভাইপার্সে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আমিরকে স্কোয়াডে যোগ করার খবরটি জানায় ভাইপার্স।দরজায় কড়া নাড়ছে বিপিএলের আরও একটি মৌসুম। এবারও বিপিএলের সাথে কাছাকাছি সময়ে চলবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ এবং সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি-টোয়েন্টি। যার ফলে নামীদামী অনেক ক্রিকেটার বিপিএলের বদলে বাকি দুই লিগের একটিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেবেন। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরও বিপিএলের বদলে আইএলটি-টোয়েন্টিকে বেছে নিয়েছেন। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলার কথা ছিল আমিরের। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে আইএলটি-টোয়েন্টির দল ডেজার্ট ভাইপার্সে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। আমিরের বদলে শ্রীলঙ্কার নুয়ান থুসারাকে দলে নিয়েছে বরিশাল। এসএ২০ শেষ করে বিপিএলে খেলতে আসবেন থুসারা। টি-টোয়েন্টি ক্রিকেটে সব মিলিয়ে আমিরের উইকেটসংখ্যা ৩০৩। গত বছরের সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলেছেন আমির। সেখানে হয়েছিলেন তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। এছাড়া আবুধাবি টি-টেন লিগে নিউইয়র্ক স্ট্রাইকার্সের হয়ে ৭.৮৫ ইকোনমি রেটে পাঁচ উইকেট শিকার করেন আমির, জেতেন শিরোপাও। পিএসএলের সর্বশেষ আসরে করাচি কিংসের হয়ে খেলা আমির ইমাদ ওয়াসিমের সাথে যৌথভাবে আসরের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন।এদিকে, আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে আইএলটি-টোয়েন্টির দ্বিতীয় আসর।অন্যদিকে, একই দিন মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর।