
দীর্ঘদিন ধরেই বলিউড পাড়ায় তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি বিচ্ছেদের পথেও নাকি হাঁটতে চলেছেন তারা! তবে দাম্পত্য জীবনের কলহের মাঝে এবার এক হওয়ার গুঞ্জন উঠেছে অভিষেক-ঐশ্বরিয়ার। মাঝে এই তারকা দম্পতিকে কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা না গেলেও, ইদানিং তাদের সখ্যতা আগের মতোই দেখা যাচ্ছে। আর এতেই ভক্তদের মনে যেন খুশির ঢেউ উঠেছে। কারণ নেটিজেনদের চাওয়া সব বিবাদ ভুলে যেন আবারও এক হয়ে যান এই তারকা জুটি। অবশেষে তাদের চাওয়াটাই যেন সত্যি হতে চলেছে।ফের শ্বশুর অমিতাভ বচ্চন, মেয়ে আরাধ্যা ও স্বামী অভিষেকের সঙ্গে আনন্দ করতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। তা-ও আবার খেলার মাঠে। ‘জয়পুর পিংক প্যান্থার্স’ কাবাডি দলের মালিক অভিষেক বচ্চন।সম্প্রতি ভারতের একটি স্টেডিয়ামে স্বামীর কাবাডি দলের হয়ে গলা ফাটান ঐশ্বরিয়া। তার সঙ্গে গলা মেলান মেয়ে আরাধ্যা ও শ্বশুর অমিতাভও। এর আগে ‘আর্চিজ’র প্রিমিয়ার ও আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাদের।ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, গ্যালারির দর্শকের আসনের প্রথমে বসেছেন অভিষেক, পাশে বাবা অমিতাভ। তাদের পাশেই দেখা যায়, ঐশ্বরিয়া আর আরাধ্যাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিটি প্রকাশ্যে আসার পর থেকে যেন স্বস্তি পেয়েছেন অভিষেক-ঐশ্বরিয়ার ভক্তরা। এদিকে, কয়েক মাস ধরে তাদের সম্পর্ক নিয়ে যে জল্পনা চলছিল, তারই যেন উত্তর দিল বচ্চন পরিবার। তারা যে একসঙ্গেই আছেন, সে কথাই বুঝিয়ে দিলেন অভিষেক-ঐশ্বরিয়া।