
বলিউডে যেনো বিয়ের মৌশুম চলছে। গতমাসেই রাকুল প্রীত সিংয়ের পর এবার বিয়ের আসরে বসতে চলেছেন জনপ্রিয় নায়িকা তাপসী পান্নু। ভারতের ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। ১০ বছরের প্রেমের সম্পর্কের পর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তারা।ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, মার্চের শেষেই বিয়ে করবেন তাপসী-ম্যাথিয়াস। ডেসটিনেশন ওয়েডিং সারবেন এই যুগল। রাজস্থানের উদয়পুরে বসবে তাপসী-ম্যাথিয়াসের বিয়ের আসর।প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে, জমকালো আয়োজনে বিয়ে করলেও খুব বেশি অতিথি থাকবে না তাপসীর বিয়েতে। থাকবে না বলিউডের তারারমেলা। কাছের মানুষ ও পরিবারকে নিয়ে বিয়ে সম্পন্ন করবেন এই নব দম্পতি। শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে তার হবু বর ক্যাথলিক। তাই শিখ ও খ্রিস্টান দুই রীতিতেই হবে তাদের বিয়ের অনুষ্ঠান।অনেক বছর আগে খেলার মাঠেই প্রথম আলাপ তাপসী-ম্যাথিয়াসের। তখন দক্ষিণী সিনেমার পরিচিত মুখ তাপসী, সবে মাত্র পা রেখেছেন বলিউডে। এরপর টুইটারে জমে বন্ধুত্ব, ধীরে ধীরে তা গড়ায় প্রেমে।ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা। ২০১২ সালের অলিম্পিকে মেনজ সিঙ্গেলসে রুপা জিতেছিলেন তিনি। থমাস কাপ বিজয়ী ডেনমার্ক দলের সদস্য ম্যাথিয়াস। ২০২০ সালে, ৩৯ বছর বয়সে পেশাদার ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে, পরবর্তীতে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ হিসেবে যোগ দেন ম্যাথিয়াস।এদিকে, তাপসীকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের বিপরীতে ‘ডানকি’ সিনেমায়। আপাতত অক্ষয় কুমারের সঙ্গে ‘খেল খেল মে’ ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।