
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। এবার নতুন প্রজন্মের অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে জুটি হয়ে চমক দেখিয়েছেন এই অভিনেত্রী।ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এ জুটির দ্বিতীয় সিনেমা ‘ট্র্যাপ।সামাজিক বার্তা নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা দ্বীন ইসলাম। সিনেমাটি নিয়ে জয় চৌধুরী বলেন, প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের সিনেমা ‘ট্র্যাপ।সিনেমাটি মুক্তি উপলক্ষে সম্প্রতি সংবাদ সম্মেলনের আয়োজন করেন সিনেমা সংশ্লিষ্টরা। এ আয়োজনে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস, জয় চৌধুরীসহ সিনেমার কলাকুশলীরা। ডিএনবাংলা প্রযোজিত এ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে গত ২৭ জানুয়ারি। মানুষ প্রযুক্তির মাধ্যমে উপকৃত হচ্ছে আবার কিছু চক্র ফাঁদ পেতেছে মানুষকে বিপদে ফেলতে- এমন সব চিত্র উঠে এসেছে এ সিনেমায়।এদিকে, ভালোবাসার মাসেই অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’।চা শ্রমিকদের জীবনের কাহিনি নিয়ে অপু বিশ্বাস অভিনীত ‘ছায়াবৃক্ষ সিনেমায় অপু ছাড়া আরও অভিনয় করছেন অভিনেতা নিরব, কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খান।একই মাসে নিজের অভিনীত দুটি সিনেমা মুক্তি পাচ্ছে অপু বিশ্বাসের। তাই এ নিয়ে বেশ উচ্ছ্বসিত এই ঢালিউড অভিনেত্রী।