
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজী(৪৮) বিদেশী আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হয়েছেন।
ইং-০৭-১১-২০২৪ বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার উত্তর সুবিদখালী এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার হন তিনি।
এ সময় তাঁর বসত ঘরের বেডরুমের শয়ন খাটের তোশকের নিচ থেকে একটি অত্যাধুনিক 7.65 এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মির্জাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পুলিশের পক্ষে নেতৃত্বে থাকা সাব ইন্সপেক্টর (নিঃ) মোঃ এনামুল হক বিধি মোতাবেক অস্ত্র-গুলি জব্দ তালিকা প্রস্তুত করে আসামি মো. জাহাঙ্গীর ইসলাম ফরাজীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেফতার করেন এবং তিনি বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান।
গ্রেফতারের পর জাহাঙ্গীর ফরাজীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।