
মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।ছয় মাস বন্দী থাকার পর রোববার সেখানকার একটি হাসপাতাল থেকে প্যারোলে মুক্তি পান ৭৪ বছর বয়সী সাবেক থাই প্রধানমন্ত্রী। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ বছরের স্বেচ্ছা-নির্বাসন কাটিয়ে গেলো বছর দেশে ফিরে কারাবন্দি হয়েছিলেন থাকসিন সিনাওয়াত্রা। প্রতিবেদনে আরো বলা হয়, থাইল্যান্ডের দোষী সাব্যস্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন। এতে করে সেনা অভ্যুত্থানে ক্ষমতা থেকে উৎখাত এবং এর প্রেক্ষিতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ১৫ বছর পর নিজ স্বদেশে মুক্তভাবে প্রথম দিন শুরু করলেন তিনি।এর আগে, গেলো বছরের ২২ আগস্ট সিঙ্গাপুরে ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে ব্যক্তিগত বিমানে করে থাইল্যান্ডের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করেন থাকসিন।বিমানবন্দর থেকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে নেয়া হয়। কারাগারে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই থাকসিনকে হাসপাতালে নেয়া হয়। উল্লেখ্য, ২০০১ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন থাকসিন।পরে এক অভ্যুত্থানের মাধ্যমে ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর, ২০০৮ সালে গ্রেফতার এড়াতে দেশ ছাড়েন তিনি। ১৫ বছর স্বেচ্ছায় নির্বাসনে থাকার পর, ২০২৩ সালের আগস্টে দেশে ফেরেন থাকসিন। তাকে গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে। এক সপ্তাহের মধ্যেই রাজকীয় ক্ষমার আবেদন করেন তিনি। এরপর চলতি সপ্তাহের শুরুতে মঞ্জুর হয় প্যারোল।