
গেল রাতটা রোনালদোর জন্য স্পেশাল বলাই চলে। ম্যাচ শুরুর আগে জাকজমক আয়োজনে সৌদি লিগের মাস সেরা পুরস্কার হাতে তুলে নেন এই পর্তুগিজ তারকা। এর পরেই মাঠে নেমে আল ফাতেহকে হারানোর ম্যাচে ছাড়িয়ে গেলেন মেসির এক রেকর্ড। পৌঁছে গেছেন সর্বোচ্চ নন-পেনাল্টি গোল করা তালিকার শীর্ষে।সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা প্রথম গোলে এ রেকর্ড গড়েন সিআরসেভেন।
এই গোলের মাধ্যমে সর্বকালের সবচেয়ে বেশি পেনাল্টি ছাড়া ৭১৫ গোল করেছেন রোনালদো। এতে করে তিনি পেছনে ফেলেছেন মেসির ৭১৪ নন-পেনাল্টি গোল। এদিন ম্যাচের মাত্র ১৭ মিনিটেই আল-নাসরকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো।বক্সের ডানপ্রান্ত থেকে আল ঘানামের বাড়িয়ে দেয়া বল নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান তিনি। তবে ম্যাচের ২৯ মিনিটে জোরালো শটে ফাতেহকে সমতায় ফেরান আল নাজদি। এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণ -পাল্টা আক্রমণে গোল পেতে মরিয়া হয়ে ওঠে। ম্যাচের ৭২ মিনিটে আল নাসরের হয়ে জয়সূচক গোলটি করেন ওতাভিও। ম্যাচে আর কোন গোল না হলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।এতে করে ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সৌদি প্রো-লিগের পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলেই শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৫৩। এই তালিকার সেরা দুই দল পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে খেলার সুযোগ। উল্লেখ্য, এই ম্যাচে রোনালদোর করা গোলে বর্তমানে সব পরিসংখ্যানে মেসির চেয়ে ব্যক্তিগত গোলের হিসেবে এগিয়ে সিআরসেভেন। সর্বমোট গোলের পাশাপাশি, আন্তর্জাতিক, ক্লাব, পেনাল্টি ও নন-পেনাল্টি সব সূচকে এখন এগিয়ে পর্তুগিজ সুপারস্টার।