রাজধানীর মোহাম্মদপুরে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল অস্ত্রধারী। এ ঘটনায় আহত হন মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন (৫০) এবং একই ওয়ার্ডের লাউতলা ইউনিটের নেতা মো. রিয়াজ (৩৫)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের কাছে মান্নানের অফিসে তাদের ওপর হামলা চালানো হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক আহতদের বিষয়ে নিশ্চিত করে বলেন, আহত দুজনের মধ্যে মান্নানের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া রিয়াজের মাথায় আঘাত রয়েছে, তবে শঙ্কামুক্ত। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
উদ্ধারকারী রাজুসহ অন্যরা বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় মান্নান তার অফিসে বসে থাকা অবস্থায় যুবলীগের স্থানীয় সন্ত্রাসী কিলার বাদল ও তার বড় ভাই কাইল্লা সুমন, রাসেল, লাল্লুসহ ১৫ থেকে ২০ জন হেলমেট পরে হামলা চালায়। তারা মান্নানকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত মান্নানের স্ত্রী তমা জানিয়েছেন, শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর তার স্বামী ওই এলাকায় মাইকিং করে বলেছিলেন, এখন থেকে কেউ যেন কাউকে কোনও চাঁদা না দেয়। সেই থেকে ওই এলাকার চাঁদাবাজ-সন্ত্রাসীরা তার প্রতি ক্ষিপ্ত ছিল। হয়তো এ কারণেই এ হামলা চালিয়েছে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম উদ্দিন হাসপাতালে যান। তবে তার কাছে তেমন কোনও তথ্য নেই জানিয়ে বলেন, আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।