প্রচ্ছদ সর্বশেষ যেখানে সততার পাঠ শেখানো হয়:সততা স্টোর

যেখানে সততার পাঠ শেখানো হয়:সততা স্টোর

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
যেখানে সততার পাঠ শেখানো হয়:সততা স্টোর

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ককৈরগড়া উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি চালু হয়েছে একটি ব্যতিক্রমী উদ্যোগ, যার নাম ‘সততা স্টোর’। এই দোকানে বিক্রেতা নেই এবং কোন নজরদারি নেই। শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী খাতা, কলম, পেনসিলসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী সংগ্রহ করছেন এবং নির্ধারিত মূল্যের টাকা একটি বাক্সে রেখে দিচ্ছেন। এখানে বিশ্বাসই মূলনীতি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে সোমবার (৩০ জুন) দুপুরে এই দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর। তিনি বলেন, “ছাত্রজীবন থেকেই নৈতিক শিক্ষা পেলে ভবিষ্যতের নাগরিকরা আত্মনির্ভরশীল ও সৎ হবে। এমন উদ্যোগ সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, ককৈরগড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ আকবর আলী মিয়া তালুকদার, প্রধান শিক্ষক মোঃ শরাফত খানসহ আরও অনেকে।

শিক্ষার্থীরা এই উদ্যোগের মাধ্যমে নিজেদের সততা প্রকাশের সুযোগ পেয়ে আনন্দিত। তারা বলছেন, এই দোকান শুধুমাত্র জিনিস কেনার জায়গা নয়, বরং এটি তাদের সততার পরীক্ষার ক্ষেত্র। দুদক জানায়, ‘সততা স্টোর’ কেবল একটি দোকান নয়, এটি নতুন প্রজন্মের জন্য একটি নৈতিক পাঠশালা, যেখানে বিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ এবং বিবেক জাগিয়ে রাখার শিক্ষা দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন এই উদ্যোগকে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00