ইরান যুদ্ধে জড়াবে না, তবে যে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের ‘জোরালো জবাব’ দিবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এক বিবৃতিতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগান সফরকালে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, কোনো যুদ্ধের সূচনাকারী হবে না ইরান। তবে যদি কোনো দেশ, নিষ্ঠুরভাবে শক্তি দেখিয়ে তাণ্ডব করতে চাইলে, এর কঠোর জবাব দিবে ইরান ।গেলো রোববার জর্ডানের সিরিয়া সীমান্ত এলাকায় ড্রোন হামলায় নিহত হন ৩ মার্কিন সেনা এবং আহত হন কমপক্ষে ৩৫ জন। ওই ঘটনার পরই, তুঙ্গে তেহরান-ওয়াশিংটন উত্তেজনার পারদ। হামলার জন্য ইরানকে দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই রেষ না কাটতেই, পাল্টা হামলার অনুমোদন দিলো মার্কিন প্রশাসন।সম্প্রতি সিরিয়া-ইরাকে থাকা ইরানি সামরিক অবস্থানে হামলার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। ঠিক এরপরই পাল্টা হামলার হুঁশিয়ারি দিলো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এদিকে, মার্কিন প্রতিরক্ষা দফতরের শীর্ষ কর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, প্রাথমিকভাবে ইরাক-সিরিয়ায় থাকা ইরানি অবস্থানে চালানো হবে এ অভিযান। সেক্ষেত্রে, সামরিক বাহিনীর স্থাপনার পাশাপাশি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অবস্থানেও চালানো হবে হামলা। তবে, কখন ও কিভাবে এই হামলা হবে সে বিষয় গোপন রাখা হয়েছে ।