প্রচ্ছদ বিনোদন রণবীর-দীপিকার ঘরে আসছে নতুন অতিথি?

রণবীর-দীপিকার ঘরে আসছে নতুন অতিথি?

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
দীপিকা
রণবীর-দীপিকার ঘরে আসছে নতুন অতিথি?

অবশেষে জল্পনায় শিলমোহর দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বিয়ের ৬ বছর পর এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউডের অন্যতম পাওয়ার কাপল দীপিকা পাড়ুকোন ও রনরীর সিং। মা হতে চলেছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুশির খবরটি নিজেই জানিয়েছেন দীপিকা। সেপ্টেম্বরে তার কোলজুড়ে আসছে নতুন অতিথি। স্বামী রণবীর সিংকে ট্যাগ করে সোশ্যাল হ্যান্ডেলে একটি ছোট্ট পোস্ট করেছেন দীপিকা। সেখানে কোনো ছবি নেই। গোলাপি-নীল পোস্টে দেখা যাচ্ছে কোথাও বেলুন, কোথাও ছোটদের জুতো, কোথাও ছোটদের খেলনা ও জামা। মাঝখানে কেবল লেখা রয়েছে, সেপ্টেম্বর ২০২৪! এ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে, এবারের দিপাবলির আগে দুই থেকে তিন হচ্ছেন এই বলিউড তারকা যুগল। ছবিটি প্রকাশের পরেই নায়িকার সহকর্মীরা তাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা বিক্রান্ত ম্যাসি লিখেছেন, ও মাই গড, দুজনকেই অনেক শুভেচ্ছা। প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, মুবারক। আরও শুভেচ্ছা জানিয়েছেন কৃতি শ্যানন, বরুন ধাওয়ান, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও মাধুরী দীক্ষিতসহ অনেকেই। সম্প্রতি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডের মঞ্চে দীপিকাকে খুব সচেতনভাবে বেবি বাম্প লুকোতে দেখা গেছে। এরপর থেকেই নেটিজেনরা তার অন্তঃস্বত্তা হওয়ার ধারণা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন মন্তব্যে। অবশেষে সেটিই সত্য হতে চলেছে বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, ৬ বছরের প্রেমের সম্পর্কের পর ২০১৮ সাথে গাঁটছড়া বাঁধেন রণবীর-দীপিকা। এদিকে, হৃত্বিক রোশনের বিপরীতে ফাইটার সিনেমায় দীপিকাকে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল। তার পরবর্তী প্রজেক্ট ‘সিংগাম এগেইন’। অপরদিকে, রণবীর সিংকে ডন-৩ ছবিতে দেখতে পাবে দর্শকরা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00